Thursday

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের স্ত্রী জোহরা তাজউদ্দিন আর নেই



শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার মেয়ে  সাংসদ সিমিন হোসেন রিমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর আহ্বায়ক হিসাবে আওয়ামী লীগের হাল ধরেন জোহরা। সে সময় দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেন তিনি।প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৮০ বছর। গত নভেম্বরে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। এরপর ইউনাইটেড হাসপাতালে কিছুদিন চিকিত্সার পর তাকে দিল্লির নিজন্তা হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অস্ত্রোপ্রচারের পর গত ১৭ ডিসেম্বর তাকে আবারো ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।হাসপাতালের চিকিৎসক ডা. মাসরুফা হোসাইন জানান, গত বৃহস্পতিবার শারিরীক অবস্থার অবনতি হলে জোহরা তাজউদ্দিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।গুলশানের আজাদ মসজিদে জানাজার পর এই আওয়ামী লীগ নেতাকে গ্রামের বাড়িতে দাফন করা হতে পারে বলে সিমিন হোসেন রিমি জানান।