Thursday

আরও ৪ দিন বাড়ল অবরোধ


একই দাবিতে চতুর্থ দফা অবরোধের শেষ দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পঞ্চম দফা একই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।এই অবরোধ কর্মসূচি শনিবার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত চলবে। পরদিন বড় দিনের সরকারি ছুটি।নজরুল বলেন, “২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠানের কথা বিবেচনা রেখেই আমরা শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি।”বিরোধী দলের অবরোধের মধ্যেও দশম সংসদ নির্বাচনের পথে এগিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি যুক্তি হিসেবে তুলে ধরছে তারা।অন্যদিকে নির্বাচন স্থগিত না হলে ৫ জানুয়ারি ভোট গ্রহণের আগে আরো কঠোর কর্মসূচির হুমকি রয়েছে বিরোধী জোটের। অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি রয়েছে সরকারের।গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নজরুল বলেন, “সরকার একদিকে পাতানো নির্বাচনের নাটক করছে। অন্যদিকে দেশব্যাপী খুন-হত্যা-গ্রেপ্তার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।“এই অবস্থা চলতে দেয়া যায় না। তাই আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”“দেশের বৃহত্তর স্বার্থে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি সফল করবে আমরা বিশ্বাস করি,” বলেন তিনি।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ ডিসেম্বর জাতীয় টিকা দিবস উপলক্ষে জাতিসংঘ ও স্বাস্থ্য বিভাগের যানবাহন, সংবাদপত্র ও সংবাদপত্রবাহী গাড়ি, লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স অবরোধের আওতামুক্ত থাকবে।গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ১৮ দল তা স্থগিত ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৬ নভেম্বর থেকে চার দফায় রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি করে। এতে সহিংসতায় প্রায় একশ জন নিহত হয়েছে।