Friday

অসম্ভবকে সম্ভব করতে পারে আওয়ামী লীগ : জয়


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় বলেছেন, এমন কোন কাজ নেই যা আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ সব অসম্ভবকে সম্ভব করতে পারে। এর প্রমাণ বাংলাদেশে আছে।তিনি শুক্রবার রাতে সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বিরোধীদলের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, আপনারা একদিকে বলছেন- আমরা সংলাপ চাই, অন্যদিকে হরতাল দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য করছেন। এটা হতে পারে না। হরতাল ও সংলাপ একসাথে চলতে পারে না। তাই হরতাল প্রত্যাহার করে বিএনপিকে আলোচনায় আসার আহ্বান জানান জয়।তিনি বলেন, বাংলার মানুষ বোকা নয়, আর আওয়ামী লীগকে ততো অযোগ্য ভাববেন না, মিথ্যাচার কিভাবে মোকাবিলা করতে হয়- তা আমাদের জানা আছে।জয় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা মা শেখ হাসিনা সবদলকে নিয়ে আলোচনা করে নির্বাচনকালীন সাংবিধানিক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। অনেক দলের সাথে আলোচনা হয়েছে। বিরোধীদলীয় নেত্রীকে তিনি নিজে (প্রধানমন্ত্রী) ফোন করে আলোচনার আহ্বান করলেন। কিন্তু জাতি দেখেছে- তিনি কিভাবে মিথ্যাচার করেছেন। দেশের একজন প্রধানমন্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন।তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগের সময়ে কেমন উন্নয়ন হয়, আর বিএনপি-জামায়াত জোটের সময়ে কেমন দুর্নীতি, সন্ত্রাস হয়। তাই বিরোধী দল আগামী নির্বাচন বানচাল করতে চাচ্ছে।