Thursday

নোয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ দস্যু নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ দস্যু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে চারবাটা ইউনিয়নের আল-আমিন মৎস খামারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।বন্দুকযুদ্ধে কালু নিহতরা হলেন বাহিনী প্রধান কালু (৪৫), তার সেকেন্ড-ইন-কমান্ড রিপন (৩৫) ও বডিগার্ড রুবেল (৩০)।বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, ২ রাউন্ড গুলি ও রাইফেলের ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশে সঙ্গে বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত হয়।সূবর্ণচর থানা পুলিশ জানায়, কালু বাহিনীর প্রধান কালু ও তার সহযোগীরা উপজেলার চরবাটা ইউনিয়নের আল-আমিন মৎস খামারের পূর্ব পাশে অবস্থান করছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।অভিযানের বিষয়টি টের পেয়ে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে কালু বাহিনীর প্রধান কালু, তার সহযোগী রিপন ও রুবেল (৩০) ঘটনাস্থলেই মারা যায়।
সূবর্ণচর থানা পুলিশ আরও জানায়, নিহত দস্যু কালুর বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় দু’টি হত্যা মামলাসহ ১০টিরও বেশি মামলা রয়েছে।