Thursday

নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আসছে অস্ত্র


চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে আসছে অবৈধ অস্ত্র। সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতাকে ঘিরে এসব অস্ত্র আনা হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দল পরস্পরকে দায়ী করছে। অন্যদিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র ঠেকাতে তাদের তৎপরতা চলছে।চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে আগ্নেয়াস্ত্র ও গুলি। এর বেশিরভাগই পিস্তল ও রিভলভারের মতো ছোট অস্ত্র। সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবির অভিযানে শুধু গতমাসেই উদ্ধার হয়েছে ১১টি পিস্তল। র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে আরো আটটি পিস্তল। এ সময় অর্ধশতাধিক রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে দেশে আসার পর পরিবহণের সময় রাজশাহী, সিরাজগঞ্জ ও ঢাকা থেকেও উদ্ধার হয়েছে আরো কিছু অস্ত্র।অবৈধ অস্ত্রের ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একে অন্যকে দোষারোপ করছেন। প্রতিপক্ষকে ঘায়েল করতেই অবৈধ অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে বলেও অভিযোগ তাদের।স্থানীয়দের আশঙ্কা, সহজে অস্ত্র মেলায় আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে। ভেঙ্গে পড়তে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি।আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা।