Friday

ছাগলের অধীনে নির্বাচনে রাজী আছি, কিন্তু শেখ হাসিনার অধীনে নয়


বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ছাগলের অধীনে নির্বাচনে রাজী আছি, কিন্তু শেখ হাসিনার অধীনে নয়। তিনি বলেন, বাংলার মাটিতে ভোট ছিনতাইয়ের দিন শেষ। আর কাউকে ভোট ছিনতাই করতে দেয়া হবে না। শুক্রবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় কৃষক-শ্রমিক-জনতা লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করায় আইভীকে ধন্যবাদ জানাই। কিন্তু নির্বাচনে জয়লাভের পর যার কারণে সে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলো তাকে (শামীম ওসমানকে) সঙ্গে করে নিয়ে গিয়ে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করায় তার প্রতি ঘৃণা প্রকাশ করছি। সংগঠনের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কমিটির সহসভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, মতিউর রহমান, ডালিম হোসেন, সোলায়মান শরীফ প্রমুখ।