Friday

রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল


নির্দলীয় সরকারের দাবিতে দুই দফায় ৬০ ঘণ্টার হরতাল শেষে এবার ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ১৮ দলীয় জোট। আগামী রোববার থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এ হরতাল আহ্বান করা হয়েছে।শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন থেকে হরতালের এ ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আর এই হরতাল ঘোষনার পরপরই গ্রেফতার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও এম কে আনোয়ার। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।রাত ৮টা ১০ মিনিটে ব্যারিস্টার মওদুদ আহমদকে বাসায় ফেরার পথে রাজধানীর সোনারগাঁ হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয় বলে  নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) মো. আবু ইউসুফ।এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে এম কে আনোয়ারকে গ্রেফতার করা হয়।আবু ইউসুফ বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।