Friday

মন্ত্রীর মাসিক আয় মাত্র ৫ হাজার ৯শ ১৬ টাকা, নগদ কোন টাকা নেই!

সাবেক খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের পেশা রাজনীতি। মাসিক আয় মাত্র ৫ হাজার ৯শ ১৬ টাকা, বছরে ৭১ হাজার টাকা। বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া থেকে এ আয় হয় তাঁর। তবে তাঁর স্ত্রী বেসরকারি কলেজের শিক্ষক। তিনি বেতন-ভাতা বাবদ বছরে আয় করেন পাঁচ লাখ ৩৫ হাজার টাকা (২০১২-১৩ অর্থ বছর। এ আয় দেখানো হয়েছে নির্বাচন কমিশনে জমা দেয়া আব্দুর রাজ্জাকের হলফনামায়।এতে আরও বলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রীর কোনো নগদ অর্থ নেই। এমনকি নেই কোনো বৈদেশিক মুদ্রাও। তবে নিজের নামে তিন লাখ টাকা আছে ব্যাংকে। স্ত্রীর নামে আছে মোট ৩৬ লাখ ৯২ হাজার ৯২৬ টাকা। এছাড়া ইউনিভার্সাল পোল্ট্রি হ্যাচারিতে আব্দুর রাজ্জাকের নামে ২০ শতাংশ শেয়ার আছে। গাড়ি আছে দুটি। একটি টয়োটা অন্যটি পাজেরো জিপ। এছাড়া গাজীপুরের টঙ্গীর মুদাফায় একটি পাঁচ কাঠার প্লট আছে স্ত্রী ও তার নামে। এছাড়া ঢাকার গোড়ান, সাভার এলাকায় নিজের ও স্ত্রীর নামে আছে ২৩.১৫ কাঠা জমি। এছাড়া পাঁচ তলা বাড়ির দ্বিতীয় তলায় চারটি ফ্ল্যাট ও পঞ্চম তলায় ১/৪  অংশ ফ্ল্যাট আছে পর্বতায়। এছাড়া স্ত্রীর নামে মোহাম্মদ হাউজিং এস্টেটে ২১৫২ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। ২০০০ সালে এটি কেনা। তখন এর মূল্য ছিল ৩৫ লাখ।