Friday

খালেদা জিয়ার গুলশান কার্যালয় - বাসা ঘিরে রেখেছে পুলিশ


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় এবং বাসা ঘিরে রেখেছে পুলিশ। নির্দলীয় সরকারের দাবিতে ফের ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণার পরই কার্যালয় ঘিরে ফেলে পুলিশ তল্লাশি শুরু করেছে।কার্যালয়ের আশেপাশে অনেক সাদা পোশাকের পুলিশও ঘোরাফেরা করছে। কার্যালয় থেকে কাউকে বের হতে বা ঢুকতে দিচ্ছে না পুলিশ।এর আগে শুক্রবার বিকেলে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দেন। ঘোষণা শেষে জোটের নেতাকর্মী ও সংবাদ কর্মীরা গুলশান কার্যলয় ত্যাগ করেন। একটু পরে মাগরিবের আজানের পর পরই কার্যালয় এলাকায় অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। এরপর তারা কার্যালয়ে ঠিক বিপরীতে এবং আশাপাশে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুলশান কার্যালয়ে, চেয়ারপরসনের প্রেসচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহদপ্তর কৃষিবীদ শামীমুর রহমান শামীম, চেয়ারপরসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, গুলশান অফিসের কর্মকর্তা ইনিঞ্জনিয়র জসিমউদ্দিনসহ অফিস স্টাফরা কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।তবে পুলিশের দাবি, বিরোধীদলীয় নেতার ‘নিরাপত্তার স্বার্থেই’ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আমীন বাড়তি পুলিশ মোতায়েনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিরোধীদলীয় নেতার নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।’উল্লেখ্য ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও এম কে আনোয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।রাত ৮টা ১০ মিনিটে ব্যারিস্টার মওদুদ আহমদকে বাসায় ফেরার পথে রাজধানীর সোনারগাঁ হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয় বলে  নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) মো. আবু ইউসুফ।এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে এম কে আনোয়ারকে গ্রেফতার করা হয়।আবু ইউসুফ বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।