Thursday

ব্রাহ্মণবাড়িয়ায় পাইলট ট্রেন লাইনচ্যুত

এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুটি লাইনের একটি বন্ধ থাকলেও অন্যটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানায়।আখাউড়া রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনের ফিস প্লেট ও নাটবোল্ট খুলে ফেলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং রেল স্টেশনের আউটার সিগনালের কাছে পাইলট ট্রেনটি লাইনচ্যুত হয়।বিরোধী দলের হরতাল-অবরোধে বিভিন্ন স্থানে রেলপথে একের পর এক নাশকতার কারণে যে কোনো ট্রেন যাওয়ার আগে এ ধরনের পাইলট ট্রেন (শুধু ইঞ্জিন) দিয়ে লাইন পর্যবেক্ষণ করা হচ্ছে বলে রেল কর্মকর্তারা জানান।ওসি জানান, লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেয়ার পর অন্য লাইনেও ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।