Friday

শাহজালালে ২ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার



হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেলিভিশনের বক্স থেকে ৪ কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি টাকা।বৃহস্পতিবার রাত ১০টায় সিঙ্গাপুর থেকে আসা টাইগার এয়ারওয়েজের একটি বিমানে এক যাত্রীর ফেলে যাওয়া এলইডি টেলিভিশনের বক্সের ভেতর লাগেজের কনভেয়ার বেল্ট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।জানা যায়, টাইগার এয়ারওয়েজের (টিআর-২৬৫৬) বিমানে কনভেয়ার বেল্ট দেয়া হয়। এসময় কাস্টমস সদস্যরা কনভেয়ারের ওপর নজরদারি শুরু করেন। এরপর স্যামসাং ৪০ ইঞ্চি এলইডি টিভির বক্স থেকে এক কেজি ওজনের চারটি স্বর্ণের বার পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস কাউন্টারে নিয়ে এসে গোয়েন্দা সদস্যদের উপস্থিতিতে খোলা হয়।