Friday

সংবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিএনপি : ইনুজাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি জামায়াতের সঙ্গ ছেড়ে, সংবিধান মেনে আলোচনার মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।‘চলমান রাজনীতি-যুদ্ধাপরাধীর বিচার সম্পূর্ণ করা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুক্রবার সকালে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখছিলেন।তিনি বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন ফলাফল ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। কাজেই বিরোধী দলের দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক।হাসানুল হক ইনু বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে, জনগণের জানমাল রক্ষার্থে সন্ত্রাস ও নাশকতা বন্ধে সরকার বদ্ধপরিকর।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের ঢাকা মহানগর সভাপতি মীর আখতার হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি এম.এ করিম,সাম্যবাদী দলের সম্পাদক হারুন চৌধুরী, প্রজন্ম লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।