Friday

জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না: জি এম কাদের

জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। নির্বাচনে যাওয়ার ব্যাপারে জাতীয় পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের বক্তব্যকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার সকালে রাজধানীর উত্তরার ৭নং সেক্টরের ৩৩ নং সড়কের নিজ বাসভবসে সংবাদ সম্মেলনে এ কথা জানান।সংবাদ সম্মেলনে জি এম কাদের আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন।এ সময় জিএম কাদের জানান, ‘চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমি এবং মহাসচিব ছাড়া অন্য কেউ কথা বললে তা দলীয় বক্তব্য বলে গ্রহণযোগ্য হবে না।’তিনি বলেন, ‘দল থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশের পর আমি আবেদন করি। কিন্তু সে আবেদন গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করুক বা না করুক, তাতে কিছু আসে যায় না। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে অংশ নিতে রাজি নই।’এরশাদের ভাই বলেন, ‘মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। নিজেকে এখন মন্ত্রী মনে করি না। কোনো সুযোগ-সুবিধাও নিচ্ছি না। এমনকি গাড়িতেও কোনো পতাকা উড়াই না।’প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরাশগঞ্জ এলাকার লালকুঠিতে এক নির্বাচনী প্রচারাভিযানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, এরশাদের নির্দেশে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি।এদিকে দলীয় সূত্র জানিয়েছে, গতকাল পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দেয়ার পর এরশাদ হাসপাতাল থেকে জিএম কাদেরকে বিশেষ বার্তা দিয়েছেন। এরশাদের বার্তা পেয়েই কাদের সংবাদ সম্মেলন ডাকেন। এদিকে গত দু’দিন ধরে এরশাদের মোবাইল ফোনেও কারও সঙ্গে যোগাযোগ হচ্ছে না। তার সঙ্গে সাক্ষাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। যারা সাক্ষাৎ করতে যাচ্ছেন তাদের মোবাইল ফোন রেখে যেতে হচ্ছে। এছাড়া বাসা থেকে খাবার নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে কড়া নজরে রাখা হয়েছে।