Friday

হেফাজত সহযোগিতা চাইল সরকার ও বিরোধীদলের

মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সারাদেশ থেকে লোকজন আসতে ১৮ দলকে ২৪ ডিসেম্বরের কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। একই সঙ্গে তিনি সরকারকে সমাবেশের অনুমতি দিয়ে সহেযোগিতা করারও আহ্বান জানান।শুক্রবার রাজধানীর বারিধারা মাদরাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, হেফাজত নেতা মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মনির হোসেন, মাওলানা অলিউল্লাহ আরমান প্রমুখ।মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, “আমরা বুধবার চট্রগ্রামে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তিনি ২৪ ডিসেম্বরের কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন। ৩০ নভেম্বর আমরা পুলিশের কাছে সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছি।”তিনি বলেন,  “হেফাজত ইসলামের ১৩ দফা দাবি ছিল। দেশের যে সরকার থাকুক আমাদের দাবি থাকবে, আন্দোলন চলবে। আমাদের দাবির সঙ্গে এদেশের কোটি কোটি মানুষের সমর্থন আছে। আমাদের স্পষ্ট কথা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। দেশেকে আর ধ্বংস করবেন না, মানুষকে আর কষ্ট দেবেন না।”  দাবির বিষয়ে কাসেমী বলেন, “আমাদের দাবি সংবিধানসম্মত। হেফাজত অরাজনৈতিক সংগঠন। হেফাজতের ব্যানারে কেউ মনোনয়ন পাবে না, নির্বাচনও করতে পারবে না। অরাজনৈতিক সংগঠন বলে আমরা দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে, দেশের মঙ্গলের জন্য কথা বলতে পারবো না, তা নয়।