Friday

তামাশার নির্বাচন বন্ধ করুন : খন্দকার মাহমবুব


প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে গণতন্ত্রের পক্ষের আন্দোলকারীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এডভোকেট খন্দকার মাহমবুব হোসেন।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অলকমিউনিটি ফোরাম আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক সংকট ও বিদেশিদের সম্পৃক্ততা শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।যেখানে আন্দোলন জোরদার হচ্ছে সেখানকার ডিসি, এসপিকে বদলি করা হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর তিনি বলেন, আর কতোজন অফিসারকে বদল করবেন, গোপালগঞ্জের আর কতো অফিসার রয়েছে, তাদের সংখ্যা দিন দিন কমে আসছে। যে কোনো সময় বিপরীত ধারা দেখা দিতে পারে।সেনাবাহিনীকে বিতর্কিত না করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব বলেন, সেনাবাহিনী দিয়ে আপনাদের পাতানো নির্বাচনের আয়োজন করে যদি ছেলে খেলা শুরু করেন তা হলে দেশের মানুষ তা মেনে নেবে না। এই তামাশার নির্বাচন বন্ধ করুন।১১তম সংসদ নির্বাচনের স্বপ্ন ভুলে যান মন্তব্য করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী  ১০ম জাতীয় সংসদ নির্বাচন করা যায়। সে ব্যাপারে সংসদ ভেঙ্গে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা যায়।নেতাকর্মীদের মুক্তির দাবি করে তিনি বলেন, রাজনৈতিক কারণে বিরোধী দলের যে সব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুন। আর তা না হলে খালেদা জিয়া যেদিন মাঠে নামবেন সেদিন বাংলাদেশে আগুন জ্বলবে। তবে আমরা সেটা চাই না।সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশারাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) রুহুল আলম চৌধুরী, জেড আজম, নির্বাহী কমিটির সদস্য জেবা আহমেদ খান, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।