Wednesday

গরু ছিনতাইয়ের অভিযোগে এমপি প্রার্থী গ্রেপ্তার


দশম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের (জাসদ-ইনু) মনোনীত প্রার্থী জাসদ নেতা কামরুজ্জামান খানকে  গরু ছিনিয়ে নিয়ে জবাই করার অপরাধে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় পুলিশ হাতে নাতে জবাই করা গরুটির মাংস উদ্ধার করে। পূর্ব বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটার পরে এলাকাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আব্দুর রশিদের সাথে একটি জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় জাসদ নেতা কামরুজ্জামান খান পান্নার বিবাদ চলছিল। এ নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গত সপ্তাহে একই ঘটনার জের ধরে আব্দুর রশিদের সঙ্গে পান্না ও তার সর্মথকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এরপর বুধবার সকালে কামরুজ্জামান খান পান্না তার লোকজন নিয়ে আব্দুর রশিদের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তারা আব্দুর রশিদ ও তার ভাই আব্দুর রফিকের দুটি গরু ছিনিয়ে নিয়ে যায়। এরপর বিকেলে কালিগঞ্জ এলকায় গরু দুটি এনে জবাই করে মাংস ভাগবাটোয়ার করে নেয়ার আয়োজন করে।  এ ঘটনায় আব্দুর রশিদ থানায় মামলা করলে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে পুলিশ জবাই করা গরুর মাংসসহ পান্নাকে গ্রেফতার করে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা এ ঘটনার সত্যতা জানিয়ে বলেছেন, অভিযোগ দায়েরের পরে পুলিশ অভিয়ান চালিয়ে গরুর মাংসসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া হবে।আটক কামরুজ্জামান খান পান্না বর্তমান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে দলীয় প্রার্থী হলেও শেষে  আওয়ামীলীগের সাথে আঁতাতের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।