Thursday

অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করলেন মেয়র ঝন্টু

চিকিৎসায় অবহেলার অভিযোগে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু।মামলায় আসামি করা হয়েছে হাসপাতালের চিকিৎসক ডা. নন্দন কুমার, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং স্বাস্থ্য সচিবকে।মেয়রের পক্ষে সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান গত মঙ্গলবার রংপুর যুগ্ম জেলা জজ আদালত-১ এ মামলাটি দায়ের করেন। মেয়রের ব্যক্তিগত সহকারী আদর রহমান বৃহস্পতিবার মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুলাই রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা সীমান্ত বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মেয়র ঝন্টু। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়।সেখানে ১৯ দিন চিকিৎসার পর তার ডান হাত ভাঙা রেখেই ১৪ লাখ ৫৪ হাজার টাকা বিল নিয়ে তাকে রিলিজ দেয়া হয়।এ ঘটনায় মেয়র ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ২৩ অক্টোবর উকিল নোটিশ পাঠান।হাসপাতালের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় মেয়র এ মামলা করেছেন বলে জানিয়েছেন মেয়র ঝন্টুর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান।