Friday

খালেদা জিয়াকে গ্রেফতারের প্রশ্নে নিরব স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হরতালে মানুষ খুন এবং খুনের পরিকল্পনায় জড়িত থাকায় দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিঞা ও এম কে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে কোনপ্রকার মন্তব্য না করে নিরব থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী।শুক্রবার রাতে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে আমি সংসদেও বলেছিলাম, যাঁদের কারণে এই নিরীহ লোকজন হরতালে আহত বা নিহত হবে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী মাহীউদ্দীন খান আলমগীর বলেন, সারা সপ্তাহজুড়ে হরতাল ডেকে যাঁরা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করবেন, মানুষের জান-মালের ক্ষতি করবেন, তাঁদের বিচার তো হতেই হবে।বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।গত বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যাঁরা হরতাল করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। একই সঙ্গে ওই ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।