Thursday

সৌদি আরবে ১৭ বাংলাদেশি আটক

সৌদি আরবে গত তিন দিনের অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে ২৫ হাজারের বেশি প্রবাসী আটক হয়েছে। এর মধ্যে অন্তত ২১ জনের বেশি বাংলাদেশিও আটক হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তবে কাগজপত্র দেখে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান শহিদুল ইসলাম।এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায়  সৌদি আরবে কোনো বাংলাদেশি আটক হওয়ার ঘটনা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে,  বড় কোনো ঘটনা থাকলে সাধারণত মন্ত্রণালয়কে অবহিত করা হয়। ছোটখাটো কোনো ঘটনা মন্ত্রণালয়কে জানানো হয় না।